ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ৪ শিশুর মধ্যে ৩ জনের লাশ উদ্ধার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার নারায়নপুরের ব্রহ্মপুত্র নদীর শাখায় গোসল করতে গিয়ে নিখোঁজ ৪ শিশুর মধ্যে ৩ জন শিশুর লাশ উদ্ধার হয়েছে।এখনো ১ শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ ৪ শিশুর মধ্যে আজ ১২ সেপ্টেম্বর সকালে পৃথক ৩ টি এলাকা থেকে ৩ ছেলে শিশুর লাশ উদ্ধার করা হলেও ১ কন্যা শিশুকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ ৪ শিশু মধ্যে নারায়নপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েলের লাশ চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদীর কাঁচকোল কালীরকুড়া এলাকা থেকে, অষ্টাশিরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুলের লাশ কচাকাটা ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত এলাকা থেকে এবং আহাদ আলীর ছেলে আতিক হোসেন ও কন্যা আঁখি দুজনার মধ্যে পুত্র আতিকের লাশ উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর মোল্লারহাট এলাকা থেকে উদ্ধার করা হলেও আঁখিকে উদ্ধার করা যায়নি। আঁখি এখানো নিখোঁজ রয়েছে। গতকাল শিশু ৪ জন ব্রহ্মপুত্র নদীতে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যা নেমে এলে এবং নাগেশ্বরী উপজেলা থেকে ডুবরির দল ঘটনাস্থলে আসতে বিলম্ব হওয়ায় নিখোঁজ শিশুদের উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার কার্যক্রমে নামে। পরে উল্লেখিত এলাকাগুলো থেকে ৩ জন শিশুর লাশ উদ্ধার করা হয়। বাকী কন্যা শিশুকে উদ্ধারে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট কাজ করছে। জানা যায়,ওই ৪ শিশু স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে জুয়েল ৪র্থ শ্রেণি এবং বাকী ৩ জন ১ম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাঁচজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর শাখায় গোসল করতে নামে। এদের মধ্যে ১জন নদীর পাড় বেয়ে উপরে উঠতে পারলেও অপর ৪জন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুঁজি করেও গতকাল পাওয়া যায়নি। আজ ৩ জনের লাশ উদ্ধার হলো। কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |