শেরপুরে র্যাবের পৃথক পৃথক অভিযানে গ্রেফতার-৩
মেহেদী হাসান শামীম,শেরপুর
|
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা ধর্ষণের পৃথক মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত দুই কয়েদিসহ ৩ জন কয়েদিকে আটক করেছে র্যাব ১৪। ১১ সেপ্টেম্বর বুধবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।আটককৃতরা হলো হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নং-৭১৭৪/এ গারো সালাম (৬০), ধর্ষণ মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নং-৭০৪২/এ শামীম মিয়া (২২) ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত কয়েদি নং-৭৮২২/এ, আমিনুল ইসলাম বদর (৬৮)। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |