ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ২৫ আশ্বিন ১৪৩১
শেরপুরে র‍্যাবের পৃথক পৃথক অভিযানে গ্রেফতার-৩
মেহেদী হাসান শামীম,শেরপুর
প্রকাশ: Thursday, 12 September, 2024, 7:26 PM

শেরপুরে র‍্যাবের পৃথক পৃথক অভিযানে গ্রেফতার-৩

শেরপুরে র‍্যাবের পৃথক পৃথক অভিযানে গ্রেফতার-৩

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা ধর্ষণের পৃথক মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত দুই কয়েদিসহ ৩ জন কয়েদিকে আটক করেছে র‌্যাব ১৪। ১১ সেপ্টেম্বর বুধবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।আটককৃতরা হলো হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নং-৭১৭৪/এ গারো সালাম (৬০), ধর্ষণ মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নং-৭০৪২/এ শামীম মিয়া (২২) ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত কয়েদি নং-৭৮২২/এ, আমিনুল ইসলাম বদর (৬৮)।

আটককৃত কয়েদি গারো সালাম শেরপুর সদরের চান্দের নগর নয়া পাড়া গ্রামের মৃত ফছন আলীর ছেলে। শামীম মিয়া নকলা উপজেলার ভুরদী নয়াপাড়ার নওশেদ আলীর ছেলে। আমিনুল ইসলাম শেরপুর সদরের মধ্যবয়রা গ্রামের জয়নুদ্দিন বেপারীর ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক আজ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। 

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে। তারা নানা ক্ষয়ক্ষতি সাধন ও ৫ শতাধিক হাজতি ও কয়েদিকে পালাতে সহায়তা করে। এসব পলাতকদের আটক করতে অভিযানে নামে র‌্যাব। এর‌ই ধারাবাহিকতায় গতরাতে পৃথক পৃথক অভিযানে এদের আটক করা হয়। পরে আটককৃত কয়েদিদের থানায় হস্তান্তর করা হয়েছে।এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status