ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 September, 2024, 6:46 PM
টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূঞাপুর পৌর শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরম্ন হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার কর্মপরিষদের সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশনের টাঙ্গাইল জেলার সভাপতি মাওলানা আব্দুস সালাম, ভূঞাপুর পৌর জামায়াতের আমীর মো. শাহজাহান সরকার, সাংগঠনিক সম্পাদক নুরম্নর রহমান তালুকদার সেলিম। ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, অর্থ সম্পাদক মামুন সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য আল-আমিন শোভন, মো. নাসির উদ্দিন, সাংবাদিক মুহাইমিনুল ইসলাম হৃদয়, আলমগীর হোসেন, খন্দকার মাসুদ রানা, তৌফিকুর রহমান মানিক, শফিউর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন ¯ত্মরের নেতৃবৃন্দ।