বাংলাদেশে টালমাটাল পরিস্থিতিতে পোশাক শিল্পে কতটা সুবিধা করতে পারবে ভারত?
নতুন সময় প্রতিবেদক
|
টেক্সটাইল শিল্পে এশিয়া অঞ্চলে বড় ধরনের অগ্রগতি হয়েছে। বিশেষ করে এ অঞ্চলে উৎপাদিত টি-শার্ট এবং ট্রাউজার বৈশ্বিক বাজার দখল করেছে। তবে এক্ষেত্রে সবচেড়ে বড় শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। কোনো দেশই এক্ষেত্রে বাংলাদেশের ধারে কাছে নেই। ১৯৭৮ সালে যৌথভাবে দক্ষিণ কোরিয়ার একটি ফার্মকে সঙ্গে নিয়ে বাংলাদেশে প্রথম রপ্তানিমুখী পোশাক শিল্প গড়ে ওঠে, যা পরবর্তীতে বাংলাদেশকে পোশাক রপ্তানিতে একটি পাওয়ার হাউসে পরিণত করেছে। বাংলাদেশের পোশাক শিল্পে ৪০ লাখ মানুষ কাজ করে। যার বড় একটা অংশ নারী শ্রমিক। এই খাত দেশের মোট জিপির ১০ শতাংশ অবদান রাখে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |