বাগমারার তাহেরপুরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
রাজশাহীর বাগমারার তাহেরপুর ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় তাহেরপুর পৌর অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ওয়ার্ড সভাপতি বাবুল কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য, পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র আ.ন.ম শামসুর রহমান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপির সদস সচিব অধ্যাপক কামাল হোসেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর কাইজার রহমান মন্ডল, আব্দুল ওহাব, ইসমাইল হোসেন, হাসানুজ্জামান কান্টুসহ পৌর বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী দুঃশাসনের সময় দলের বহু নেতাকর্মী গুম, খুন, হামলা-মামলা ও হয়রানির স্বীকার হয়েছে। আজ ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে। দেশের এই পরিস্থিতি মানুষ তার স্বাধীনতা নতুন করে ফিরে পেয়েছে। এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে। আর দল সুসংগঠিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নির্বাচনে আমরা বিজয়ী হবো। আর তাহেরপুর পৌর বিএনপি যে একটি শক্তিশালী সংগঠন আজকের ওয়ার্ড বিএনপির আলোচনা সভার উপস্থিতিই তা প্রমান করে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |