ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা : পলাতক স্বামী গ্রেপ্তার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 10 September, 2024, 4:21 PM

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা : পলাতক স্বামী গ্রেপ্তার

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা : পলাতক স্বামী গ্রেপ্তার

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংস ভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী রাব্বিকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর  সদস্যরা। সোমবার (৯সেপ্টেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক বার্তা বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত শনিবার (৭সেপ্টেম্বর) রাতে গার্মেন্টস থেকে ফেরার পথে স্ত্রী শাহিনা আক্তারকে  (২৭) জোরপূর্বক ধরে নিয়ে বাঁশ ঝাড়ের নিচে ঝোপের ভেতরে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ক্ষোদ নিহতের স্বামী রাব্বি (২৬)। 

এ হত্যাকাণ্ডের ৩৬ ঘণ্টা না পেরোতেই 
সোমবার (৯সেপ্টেম্বর) সকালে গাজীপুরের  শ্রীপুর থানাধীন ফরিদপুর এলাকা থেকে অভিযুক্তকে মামলা মূলে গ্রেপ্তার করে  র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের একটি দল। র‌্যাব-১ এর  সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, গত শনিবার শাহিনা আক্তার নিজের কর্মস্থল জে.এম ফেব্রিক্স ফ্যাক্টরি ছুটির  পর বের হন। এরপর তার স্বামী রাব্বি তাকে অটো-রিকশাযোগে জয়দেবপুর থানাধীন পশ্চিম ডগরীর বাঁশ ঝাড়ের নিচে ঝোপের মধ্যে নিয়ে যান। 

এরপর রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত আসামি তার সঙ্গে থাকা কাপড় স্ত্রীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, পরে "মৃতদেহটি" ঘটনাস্থলে ফেলে পালিয়ে  যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. কাজল মিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব  গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে র‌্যাব-১-এর একটি আভিযানিক দল ও ইন্ট উইংয়ের সহযোগিতায় জানতে পারে যে,  মামলার প্রধান আসামি মো. রাব্বি 
গাজীপুরের শ্রীপুর থানাধীন ফরিদপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন।

পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরবর্তী তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার  করে জব্দ করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রাব্বি তার স্ত্রী  শাহিনা আক্তারের গলায় কাপর পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় বলে দোষ স্বীকার
করে।

পরে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্ত আসামিকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status