কুড়িগ্রামে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি নুর আলম গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 4 September, 2024, 8:45 PM
কুড়িগ্রামে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি নুর আলম গ্রেফতার
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গতকাল ৩ সেপ্টেম্বর গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি মৌজাস্থ ফুলবাড়ী হতে পানিমাছকুটি গামী পাঁকা রাস্তার উপর হতে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ফুলবাড়ী নওদাবশ গ্রামের মাদক কারবারি মোঃ নুর আলম (৪৫) 'কে হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।