রাতে আন্দোলন করা ৩৫২ আনসার পুলিশ হেফাজতে, হচ্ছে মামলা
নতুন সময় প্রতিবেদক
|
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সেনা সদস্যদের আহত করা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হচ্ছে মামলায়। গতকাল রাতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর তোপের মুখে সচিবালয় ছেড়ে পালিয়ে যান অধিকাংশ আনসার সদস্য। তবে ৩৫২ জন রয়েছেন পুলিশ হেফাজতে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |