এটি আল্লাহর সৃষ্টির পানি নয়, মৌদির বান্ধবীর স্মরণে পানি পাঠিয়েছে: বরকত উল্লাহ বুলু
আজিজ আহমেদ,নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 August, 2024, 8:33 PM
এটি আল্লাহর সৃষ্টির পানি নয়, মৌদির বান্ধবীর স্মরণে মোদি পানি পাঠিয়েছে বাংলাদেশে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
রবিবার দুপুরে চৌমুহনী পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গনিপুর প্রাইমারি স্কুল, শ্রী শ্রী রাধা মাধব জিয়াউর আখড়া ও রাম ঠাকুর মন্দিরে বন্যা বন্যা দুর্গত মানুষ আশ্রয় কেন্দ্রে ত্রান সামগ্রী বিতরণ কালে তিনি আরো বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো তাহলে তার বন্ধু মোদি আমাদেরকে এই পানি দিয়ে আমাদের কষ্ট করতে হতো না। দেশে থাকা অবস্থায় হাজার হাজার কোটি টাকা ঋণ করে গেছেন। রুপপুর বিদুৎ কেন্দ্রে থেকে টিউলিপ এর সহযোগিতায় ৬০ হাজার কোটি টাকা আত্মসাৎ করে। এই বিচার সাধারণ মানুষ করবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য ও বরকত উল্লাহ বুলুর সহধর্মিণী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন হারুন ও সাধারণ সম্পাদক মহসিন আলম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকে।