ইসরায়েলে ফিলিস্তিনির হামলা, নিহত ২
নতুন সময় ডেস্ক
|
ইসরায়েলের মধ্যাঞ্চলে ছুরি হামলা চালিয়েছে এক ফিলিস্তিনি। এতে অন্তত দুইজন নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে আরও দুইজন। রোববার (৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে তেল আবিবের হলান শহরে এই হামলা হয়। ইসরায়েল অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলাকারী একটি গ্যাস স্টেশন ও পার্কের কাছে লোকদের ওপর হামলা চালায়। দেশটির মেডিক্যাল সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নারী এবং আরেকজন পুরুষ। আহত দুইজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের একজন মুখপাত্র ইসরায়েলি চ্যানেল ১২'কে বলেছেন, হামলাকারীকে দ্রুত 'পরাস্থ' করা হয়েছে। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধের ঘটনায় প্রায় ১০ মাস ধরে চলা ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সেখানে এ হামলা হলো।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |