টুর্নামেন্টের সেরা দুটি দল সোমবার (১৫ জুলাই) মায়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে ঐতিহাসিক টুর্নামেন্টের শিরোপার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবে।
বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রচীন প্রতিযোগিতা কোপা আমেরিকার ৪৮তম আসরের গ্র্যান্ড ফাইনাল। কী বলছে আর্জেন্টিনা-কলম্বিয়ার অতীত ইতিহাস? কোপার ফাইনালে পারফর্মের জন্য কত টাকা পাবেন শাকিরা?
ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। সেভ, ট্যাকল, পাস, গোল— ৯০ মিনিট ফুটবলীয় রোমাঞ্চে বুঁদ হয়ে থাকবেন ভক্তরা। নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল না এলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে।
যদিও কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ছিল না অতিরিক্ত সময়। তবে ফাইনালে থাকছে আর এতেও যদি ম্যাচ ড্র থাকে তাহলে হবে টাইব্রেক নামক ভাগ্য পরীক্ষা। যেখানে বরাবরই নায়ক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ।
জাতীয় দলের জার্সিতে একটি টাইব্রেকও হারেননি তিনি। গত আসরের সেমিফাইনালে এই কলম্বিয়াকে আটকে দেন। এরপর ফাইনালে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে কেটে যায় ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপার খরা।
আর্জেন্টিনা-কলম্বিয়ার লড়াইয়ের ইতিহাস ও পটভূমি
আর্জেন্টিনা-কলম্বিয়া সর্বমোট মুখোমুখি হয়েছে ৪০ বার। এতে আলবিসেলেস্তেদের জয় ২০টি। আর ক্যাফেটেরোসরা জয় পায় ৯টি। বাকি ১১টি ড্র। দুদলের সর্বশেষ লড়াই ২০২২ সালের ১ ফেব্রুয়ারী।
সে ম্যাচে ১-০ গোলে জিতেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন লাউতারো মার্তিনেজ। এরপর আর কোনো ম্যাচে হারেনি কলম্বিয়া। টানা ২৮ ম্যাচে অপরাজিত থেকে ফাইনাল খেলতে নামছেন হামেস-দিয়াজরা।
কোপা আমেরিকায় দুদল মুখোমুখি হয়েছে ১৬ ম্যাচে। এর মধ্যে ৭টি জয় পেয়েছে আর্জেন্টিনা। ৫টি ড্র আর বাকি ৩টিতে জয় কলম্বিয়ানদের। ৫টি ড্রয়ের মধ্যে ৩টি আবার কোপা আমেরিকার নকআউট পর্বে (১৯৯৩, ২০১৫ এবং ২০২১) হয়েছিল।
পেনাল্টি শুট আউটে সবগুলোতে জয় পায় আর্জেন্টিনা। এর মধ্যে একটির নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। ডেভিনসন সানচেজ, ইয়া মিনা এবং এডউইন কার্ডোনার শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে নিয়ে যান শিরোপা জয়ের মঞ্চে। সেখানে ব্রাজিলকে হারিয়ে শিরোপা উৎসবে মাতেন মেসি-ডি মারিয়ারা।
তবে আর্জেন্টাইনদের বিপক্ষে কলম্বিয়ারও দুর্দান্ত জয় রয়েছে। ১৯৯৩ সালে ১৯৯৪ বিশ্বকাপ বাছাইয়ে বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারিয়ে ছিল কলম্বিয়া। এটি আলবিসেলেস্তেদের বিপক্ষে কলম্বিয়ানদের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
এর আগে একই বছর ২-১ গোলের জয়ে আর্জেন্টিনার টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকার জয়রথ টেনে ধরে কলম্বিয়া। ১৯৯৯ সালে কোপা আমেরিকায় ৩ পেনাল্টিতে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে ছিল কলম্বিয়া। আর ২০১৯ সালে কলম্বিয়ার কাছে ২-০ গোলের হার দিয়ে মহাদেশীয় টুর্নামেন্ট শুরু করেছিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
পরিসংখ্যান (সব প্রতিযোগিতা)
ম্যাচ : ৪০ আর্জেন্টিনা: ২০ কলম্বিয়া: ৯ ড্র: ১১
কোপা আমেরিকা
ম্যাচ: ১৬ আর্জেন্টিনা: ৭ কলম্বিয়া: ৩ ড্র: ৫
পেনাল্টিতে বাড়তি ৩ ম্যাচে জয় রয়েছে আর্জেন্টিনার। যে কোনো প্রতিযোগিতায় নকআউট পর্বে নির্ধারিত সময়ে ফলাফল না হলেও, সেটাকে ড্র হিসেবে পরিসংখ্যানে লিপিবদ্ধ করা হয়।