কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপন ও মাদক বিষয়ক সভা
আজিজ আহমেদ, নোয়াখালী
|
কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপন ও মাদক বিষয়ক সভা শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের আহবায়ক মাসুদুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব আবুল হোসেনের ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নোয়াখালী জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট আক্তারুজ্জামান আনসারির উদ্ভোধনের মাধ্যমে প্রধান বক্তা ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন। আলোচনা শেষে প্রধান অতিথি সহ অন্যান্যরা বিদ্যালয়ের প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন সেই সাথে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চারা বিতরণ করা হয়। এই সময় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং এর সুফল কুফল ও প্রতিকারের সম্পর্কে অতিথিরা বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুতুব পুর ইউনিয়ন ফাউন্ডেশনের পোগ্রাম চেয়ার যুগ্ন আহবায়ক ইঞ্জি. নিজামুল ইসলাম। মিডিয়া পার্টনার ছিলেন বাংলা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক জাতীয় নিশানের সম্পাদক ইয়াকুব নবী ইমন, ওয়াসেকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন সহ ছাত্র ছাত্রী, অভিভাবক, সমাজ সেবক, শিক্ষক,ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সহ আরো অনেকে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |