প্রতি শনিবার সাপের কামড় খাচ্ছেন তরুণ, চিকিৎসকরাও অবাক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 July, 2024, 12:51 PM
প্রতি শনিবার সাপের কামড় খাচ্ছেন তরুণ, চিকিৎসকরাও অবাক
ভারতের উত্তর প্রদেশের ফতেহপুরে ২৪ বছর বয়সী এক তরুণকে গত ৪০ দিনের মধ্যে অন্তত সাতবার সাপে কামড় দিয়েছে। ভুক্তভোগী ওই তরুণের নাম বিকাশ ডুবে।
এ ব্যাপারে সেখানের মেডিকেল কর্মকর্তা রাজিব নয়ন গিরি জানিয়েছেন, সাপের কামড় খাওয়া ওই তরুণ কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।
ভুক্তভোগী তরুণ অর্থের জন্য কাঁন্নাকাটি করেছেন। কারণ তিনি এরই মধ্যে চিকিৎসার জন্য অনেক অর্থ খরচ করে ফেলেছেন। ফলে তিনি এখন কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য চান। এমন অবস্থায় গিরি তাকে সরকারি হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন, যেখানে বিনামূল্যে অ্যান্টি ভেনম পাওয়া যায়।
বিকাশ ডুবের বাবা বলেছেন, এটা খুবই আশ্চার্যজনক ঘটনা যে একজন ব্যক্তি প্রতি শনিবার একটি সাপের কামড় খাচ্ছেন।
তিনি বলেন, আমাদের এটি সত্যিকার অর্থেই এখন খতিয়ে দেখা দরকার তাকে যে সাপটি কামড়াচ্ছে, সেটা আদৌ সাপ কি না। তাকে প্রত্যেক শনিবার কামড় দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয় ও একদিনের মধ্যেই তিনি সুস্থ্য হয়ে ওঠেন।
প্রধান মেডিকেল কর্মকর্তা এ বিষয়ে আরও বলেছেন, এ বিষয়টি তদন্তের জন্য তিনজন চিকিৎসকের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। তদন্ত শেষে এ ব্যাপারে মানুষকে সত্যিকারের তথ্য দেওয়া যাবে।
কর্মকর্তারাও জানিয়েছেন, পত্যেকবার সাপে কামড়ানোর পর চিকিৎসায় তিনি সুস্থ্য হয়ে ওঠেন।