ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫ ৬ চৈত্র ১৪৩১
বেতন বোনাসের ১৯লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত নারী ডাকাত গ্রেফতার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 7 July, 2024, 3:57 PM
সর্বশেষ আপডেট: Sunday, 7 July, 2024, 3:59 PM

বেতন বোনাসের ১৯লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত নারী ডাকাত গ্রেফতার

বেতন বোনাসের ১৯লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত নারী ডাকাত গ্রেফতার

গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতির অন্যতম মূলহোতা মিতুকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর সদস্যরা। রবিবার র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন সময়কে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তির বরাতে জানানো হয় গত ০৬ জুন বৃহস্পতিবার বিকালে গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে কতিপয় ভুয়া র‌্যাব পরিচয়ে কারখানার ০৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনতাই করা হয়।

এ ঘটনার পরদিন কারখানা কর্তৃকপক্ষ বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে; যার মামলা নং-১২, গত ০৭ জুন শুক্রবার মামলাটি দায়ের করা হয়। ওই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার পর ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এর ধারাবাহিকতায় গতকাল শনিবার (০৬ জুলাই) রাতের আঁধারে অভিযান চালিয়ে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল এবার সংঘবদ্ধ ডাকাত দলটির অন্যতম প্রধান আসামী দুর্ধর্ষ মহিলা সদস্য মিতুকে গ্রেফতার করেছে। জানা যায় ডাকাতদলের নির্ভরযোগ্য সদস্য এই মিতু, ওই ডাকাতির ঘটনায় পূর্বে গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল ইসলাম এর পূর্বপরিচিত মিতু। রুবেলের মাধ‌্যমেই  মিতু ডাকাতির কার্যক্রমের সাথে জড়িয়ে পরে। জানা যায় কাস্টমার সেজে সে ব্যাংকের ভিতর নজর রাখতো কারা ব্যাংক থেকে বড় অংকের টাকা তুলছে এবং তুলনামূলকভাবে সহজ টার্গেট কারা।

এভাবে যাচাই-বাছাই করে ব্যাংকের ভেতর থেকেই মিতু টার্গেট মার্ক করত এবং টার্গেট কনফার্ম করে দলের অন্যান্য সদস্যদের ফোন করে বা মেসেজ করে জানাত। পরবর্তীতে টার্গেট ব্যাংক থেকে টাকা সহ বের হলে মিতু ঐ টার্গেটেকে ফলো করে বাইরে আসতো এবং ইশারার  মাধ্যমে বাহিরে লুক আউটম্যানকে (ডাকাত দলের পর্যবেক্ষক দলের সদস্যদের) টার্গেট দেখিয়ে দিত। অত্যন্ত ধূর্ত এই মিতু টার্গেটের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনতো এবং টার্গেটের রুট প্ল্যান (যাতায়াতের রাস্তা) বোঝার চেষ্টা করত। মূলত মিতুর কাজ ছিল ডাকাত দলের বাকি সদস্যদের কাছে টার্গেটকে মার্ক করে দেয়া এবং টার্গেটের সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সরবরাহ করা।

উল্লেখ্য, এ ডাকাতির ঘটনায় এর আগে গত ১২ জুন বুধবার আরেকটি অভিযানে র‍্যাব-১ এই সংঘবদ্ধ ডাকাত দলের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করে যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বহুলভাবে প্রচারিত হয়।

গ্রেফতারকৃত মিতু দীর্ঘদিন যাবত এ সংঘবদ্ধ ডাকাতদলের কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে বলেও জানায় র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ডাকাতির সাথে এবং সংঘবদ্ধ ডাকাত দলটির সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে র‍্যাবের নিকট। পরে ডাকাত মিতুকে থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানানো হয়। সহকারী পুলিশ সুপার ও র‍্যাবের মিডিয়া সহকারী পরিচালক মাহফুজুর রহমান সাক্ষরিত এক বার্তা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় নতুন সময়কে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status