স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনসহ তিন দাবিতে ইবি শিক্ষক সমিতির কর্মবিরতি
ইরফান উল্লাহ্ , ইবি
প্রকাশ: Tuesday, 28 May, 2024, 8:25 PM
স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনসহ তিন দাবিতে ইবি শিক্ষক সমিতির কর্মবিরতি
স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনসহ তিন দাবিতে কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে মঙ্গলবার (২৮মে) সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত (দুই ঘণ্টা) কর্মবিরতি পালন করেছে ইবি শিক্ষক সমিতি।
কর্মবিরতির বিষয়ে সংগঠনটির সাধারণত সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, গত ২৬ জুন মানব্বন্ধনের ধারাবাহিকতায় আজ আমরা দুই ঘন্টার কার্যবিরতি পালন করেছি। এরপরও যদি আমাদের দাবি না মানা হয় তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের আহবানে ৪ জুন অর্ধ দিবস কর্মবিরতি পালন করবো। আমরা আশা করছি আমাদের চাওয়া পাওয়াগুলো সরকারের নজরে আসবে।
উল্লেখ্য, অন্য দুই দাবি হলো বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ।