পঞ্চগড়ে নির্বাচনে চেয়ারম্যান পদে ও ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার
মুস্তাক আহমেদ,পঞ্চগড়
|
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের ১৫২ টি উপজেলায় – উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহারকৃতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার মো: নুরুল হুদা এবং আবু দাউদ প্রধান । আটোয়ারী উপজেলার মোঃ শাহজাহান । ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন আটোয়ারী উপজেলার মোঃ সায়মন আক্তার ও তেঁতুলিয়া উপজেলার মোঃ ইউসুফ আলী । জেলা রির্টানিং কর্মকর্তা ও এনামুল হক বলেন প্রত্যাহারকারীরা নিজ নিজ মনোনয়নয়ন প্রতাহারের জন্য আবেদন করেছেন । আমরা িআবেদন পত্রের বিপরীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। ইতিমধ্যে প্রার্থীতা প্রত্যাহারের কপি নোটিশবোর্ডে টানানো হয়েছে। আগামী ২৩ শে, এপ্রিল, মঙ্গলবার প্রতীক বরাদ্দ দিন ধার্য্য আছে। উল্লেখ্য যে জেলার তিনটি উপজেলার মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ২৯৭। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ২৪২ এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৫৪ । সদর উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ৭৮ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। আটোয়ারী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৭৬২। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৬ হাজার ২ শত ৬০ এবং মহিলা ভোটার সংখ্যা ৫৫ হাজার ৫ শত ২ । আটোয়ারী উপজেলায় ৬ টি ইউনিয়নে মোট ৪১ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। তেঁতুলিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৮ শত ১৪। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫২ হাজার ৩ শত সাতষট্টি এবং মহিলা ভোটার সংখ্যা ৫২ হাজার ৪ শত সাতচল্লিশ । তেঁতুলিয়ার ৭ টি ইউনিয়নে মোট ৩৭ কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |