ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
রাজারহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী পুলিশের হাতে আটক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 22 April, 2024, 12:03 PM
সর্বশেষ আপডেট: Monday, 22 April, 2024, 12:40 PM

রাজারহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী পুলিশের হাতে আটক

রাজারহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী পুলিশের হাতে আটক

কুড়িগ্রাম রাজারহাট সদরের পোদ্দার পাড়া নাটুয়া মহল দক্ষিণ প্রাণপতি গ্রামের মৃত খোকা চন্দ্রেরএকমাত্র ছেলে ইজিবাইক চালক সুধাংশু চন্দ্র রায় তার স্ত্রী গায়ত্রী রানী বাতাসিকে মারপিট করে হত্যার দায়ে ২১ এপ্রিল রবিবার দুপুরে  রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় সোর্সকে কাজে লাগিয়ে সিঙ্গারডাবড়ী হাট এলাকা থেকে ঘাতক সুধাংশু চন্দ্রের আটক করেছে।


ঘাতক সুধাংশুর মা বুলবুলি রানী এঘটনায় তিনি হতচকিত। ঘটনার বিবরণে তিনি জানান, ২০ এপ্রিল শনিবার দিবাগত রাতে সুধাংশু বাজার থেকে তার নিজের জন্য লুঙ্গী ও জামা কিনে আনে। তার স্ত্রীর জন্য কাপড় কিনে না আনায় বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রী উভয়ের মাঝে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে সুধাংশু  উত্তেজিত হয়ে তার স্ত্রী গায়ত্রীকে মারধর শুরু করে। ছেলের এ ধরনের আচরণ দেখে ঘাতক সুধাংশুর মা বুলবুলি এবং ১২ বছরের মেয়ে সুচিত্রা গায়ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে সুধাংশু তার মা বুলবুলি ও মেয়ে সুচিত্রাকেও মারধর করে তাড়িয়ে দেয়। পরে বাড়ির গেট বন্ধ করে দিয়ে পূনঃরায় স্ত্রী গায়ত্রীকে মারপিট  করে গায়ত্রীর মৃত্যু  নিশ্চিত করে পালিয়ে যায়।

২১এপ্রিল রোববার দুপুরে ঘাতক সুধাংশুর থাকার ঘর থেকে নিহত স্ত্রী গায়ত্রী রানী বাতাসির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে রাজারহাট থানা পুলিশ।

রাজারহাট থানার দায়িত্বরত কর্মকর্তা ওসি তদন্ত জানান,গায়ত্রী হত্যা মামলা  প্রক্রিয়াধীন।
হত্যকান্ডের এই বিষয়টি নিয়ে এলাকার সর্বত্র ব্যপক আলোচনার সৃষ্টি হয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status