ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
শহিদকে পাত্তাই দিলেন না কারিনা, কিন্তু কেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 23 February, 2024, 2:18 AM

শহিদকে পাত্তাই দিলেন না কারিনা, কিন্তু কেন?

শহিদকে পাত্তাই দিলেন না কারিনা, কিন্তু কেন?

দেখা হলো, কিন্তু চোখ চোখ পড়ল না। বিনিময় হয়নি মন ভালো করার কোনো বাক্য। বরং পুরোনো অভিমান জমিয়ে শুধুই সামনে দিয়ে চলে যাওয়া। এমনটিই ঘটল শহিদ কাপুর ও কারিনা কাপুর খানের সঙ্গে।

একসময় যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল, যে চুম্বন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো, তা আজ শুধুই নস্টালজিয়ায় বন্দি। শুধুই পড়ে রয়েছে পুরোনো ক্ষত, পুরনো ব্যথা।

গল্পটা একটু বিশদে বলা যাক। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দাদা সাহেব ফালকে পুরস্কার সন্ধ্যায় হঠাৎই মুখোমুখি শহিদ ও কারিনা।

কারিনার দিকে অপলক শহিদ তাকিয়ে থাকলেও, কারিনা কিন্তু একেবারেই পাত্তা দিলেন না। বরং শহিদকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন সাইফের বেগম।

সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, কারিনা হয়ত এখনও পুরোনো প্রেম, পুরোনো ব্যথা ভুলতে পারেননি। তাই হয়তে শহিদের চোখে চোখ রাখতে পারেননি তিনি।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির ছবি ‘জাব উই মেট’। ছবির শুটিং চলাকালীন ব্রেকআপ হয়েছিল তাদের বলে শোনা যায়। তবে ছবিতে কোনো প্রভাব পড়েনি। সেই সময় ছবিটা বক্স অফিসে তুমুল সফল হয়েছিল। আজও রোমান্টিক ছবির কথা উঠলে এই ছবির নাম আসবেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status