শহিদকে পাত্তাই দিলেন না কারিনা, কিন্তু কেন?
নতুন সময় ডেস্ক
|
![]() শহিদকে পাত্তাই দিলেন না কারিনা, কিন্তু কেন? একসময় যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল, যে চুম্বন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো, তা আজ শুধুই নস্টালজিয়ায় বন্দি। শুধুই পড়ে রয়েছে পুরোনো ক্ষত, পুরনো ব্যথা। গল্পটা একটু বিশদে বলা যাক। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দাদা সাহেব ফালকে পুরস্কার সন্ধ্যায় হঠাৎই মুখোমুখি শহিদ ও কারিনা। কারিনার দিকে অপলক শহিদ তাকিয়ে থাকলেও, কারিনা কিন্তু একেবারেই পাত্তা দিলেন না। বরং শহিদকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন সাইফের বেগম। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, কারিনা হয়ত এখনও পুরোনো প্রেম, পুরোনো ব্যথা ভুলতে পারেননি। তাই হয়তে শহিদের চোখে চোখ রাখতে পারেননি তিনি। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির ছবি ‘জাব উই মেট’। ছবির শুটিং চলাকালীন ব্রেকআপ হয়েছিল তাদের বলে শোনা যায়। তবে ছবিতে কোনো প্রভাব পড়েনি। সেই সময় ছবিটা বক্স অফিসে তুমুল সফল হয়েছিল। আজও রোমান্টিক ছবির কথা উঠলে এই ছবির নাম আসবেই।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |