ভান্ডারিয়ায় ব্যাবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানবন্ধন
নতুন সময় প্রতিবেদক
|
পিরোজপুরের ভান্ডারিয়া ধাওয়া বাজার ব্যবসায়ী মোঃ নাসির হোসেন ডাকুয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে স্থানীয় ধাওয়া বাজারে, বাজার ব্যবসায়ীবৃন্দের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক কেএম মাহবুবুর রহমান,ধাওয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস সরদার, ধাওয়া বাজার ব্যবসায়ী ও ইউপি সদস্য মাহমুদুল ইসলাম রুবেল,ব্যবসায়ী সালমা হাওলাদার প্রমুখ। বক্তারা এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন সন্ত্রাসী আলমগীর হোসেন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি যাতে আর কোন ব্যাক্তিকে এ ধরনের হামলার শিকার হতে না হয়। অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক বিচারের দাবি জানান তারা। উল্লেখ্য গত ১৯শে ফেব্রুয়ারী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া বাজার ব্যবসায়ী মোঃ নাসির হোসেন ডাকুয়া (৫৫) ভান্ডারিয়ায় যাওয়ার পথে বেলা ১২টার দিকে স্থানীয় নলকাটা রাস্তার মোড়ে ওঁত পেতে থাকা আলমগীর হোসেন সহ কয়েকজন ব্যক্তি নাসিরকে এলোপাতাড়ি পিটিয়ে তার ডান পা ভেঙে ফেলে বলে নাসির অভিযোগ করেন এ বিষয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |