পঞ্চগড়ে ডোবা থেকে বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
|
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙা ইউনিয়নের পাবনাইল ব্রীজের পাশ্ববর্তী জনৈক খয়রুলের ডোবা থেকে একটি লাস উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা-পুলিশ। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সরেজমিন অনুসন্ধানে জানা যায়, অজ্ঞাত লাশ দেখে স্থানীয়রা থানা-পুলিশে খবর দিলে, দেবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়, ঠাকুরগাঁও জেলার গড়েয়া গোপীকান্তপুর এলাকার মোঃ সালামের স্ত্রী মোছাঃ হাজেরা খাতুন হাজু (৬০)। নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে আইগত প্রক্রিয়া চলমান।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |