ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ নভেম্বর ২০২৪ ১৮ কার্তিক ১৪৩১
জীবনে প্রথম এমন সমস্যায় পড়লেন সাকিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 4 February, 2024, 12:19 PM

জীবনে প্রথম এমন সমস্যায় পড়লেন সাকিব

জীবনে প্রথম এমন সমস্যায় পড়লেন সাকিব

বিপিএলে গতকাল (শনিবার) সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে রংপুর রাইডার্স। ম্যাচ জয়ের পর আচমকা সংবাদ সম্মেলনে হাজির সাকিব আল হাসান। শুরুতে নিজের চোখের সবশেষ অবস্থা জানান, বললেন– চোখ ভালো আছে। তবে খারাপ সময়ে পাশে থাকা দল রংপুর রাইডার্সের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই তারকা ক্রিকেটার।

সাকিব বলেন, ‘জীবনে কখনও এমন করিনি যে যেকোনো একটা দিক নিয়ে খেলতে হয়েছে। এরকম কখনও হয়নি, এটাই প্রথম। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য আমার ফিল হচ্ছে। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি, অর্ধেক পারছি না।’

‘তারপরও তারা আমাদের যেভাবে সমর্থন দিচ্ছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। এরকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত। কারণ তারা আমাকে যেভাবে টেক-কেয়ার করেছে এই সময়ে। আমার পরিস্থিতিটা যেভাবে বুঝেছে, যেভাবে তারা হ্যান্ডেল করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নাই’, আরও যোগ করেন সাকিব।

বিপিএল শেষ হওয়ার আগে ব্যাট হাতে ফের আগের রূপে ফিরতে পারবেন কি না এমন প্রশ্নে সাকিব বলেন, ‘জানি না। আমার কোনো ধারণা নেই কখন এটা ঠিক হবে।’ আসন্ন শ্রীলঙ্কা সিরিজে খেলার বিষয়ে তিনি জানান, ‘এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট (বিপিএল) এখনও আছে। দেখি অবস্থা কী দাঁড়ায়। এরপর অফিসিয়ালদের সাথে কথা হবে, সিদ্ধান্ত আসবে।’

তবে রান পেলে ধীরে ধীরে ছন্দ ফিরে পাওয়ার আশা এই বিশ্বসেরা অলরাউন্ডারের, ‘এটা আসলে বলা মুশকিল। যত রান করব, তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ করছি না, ততক্ষণ অবধি ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না। এটা খুব স্বাভাবিক।’

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এদিন চার নম্বরে ব্যাটিংয়ে নেমে আউট হয়ে যান গোল্ডেন ডাক নিয়ে। তবে বল হাতে ৪ ওভারে মাত্র ১৮ রানে ২ উইকেট নেন তিনি। যা চলতি আসরে রংপুরকে এনে দিয়েছে চতুর্থ জয়। এর আগের কয়েক ম্যাচে শেষ উইকেটের আগেও ব্যাটিংয়ে নামতে দেখা যায়নি এই টাইগার অধিনায়ককে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status