চট্টগ্রামের মীরসরাইয়ে পাহাড়ের গোড়ার মাটি কেটে ইটভাটায় নেওয়ায় এসবিকে নামের একটি ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এ জরিমানা করেন।
অভিযান পরিচালনা কালীন সময়ে পাহাড় এবং পাহাড় সংলগ্ন কৃষি জমির তিনটি পয়েন্টে ১৫-২০ ফুট গভীর পর্যন্ত মাটি কাটার সত্যতা পাওয়া যায়। এসময় ঘটনা স্থল থেকে মাটি কাটার তিনটি এক্সেভেটর জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, বিগত এক সপ্তাহ ধরে পাহাড়ের মাটি কেটে ইটভাটায় সরবরাহের কথা নিকটস্থ এসবিকে ইটভাটার মালিক আবদুল্লাহ আল ফয়সাল স্বীকার করেন এবং ভ্রাম্যমাণ আদালতের নিকট তার অপরাধের জন্য ক্ষমাপ্রার্থনা করেন। এসময় অভিযুক্ত আবদুল্লাহ আল ফয়সাল কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ মোতাবেক দশ লক্ষ টাকা জরিমানা করে নগদে আদায় করা হয়।
পরিবেশ সুরক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।