ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সিআইপি তালিকায় মনোনীত
ইসমাইল ইমন,চট্টগ্রাম
|
![]() ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সিআইপি তালিকায় মনোনীত সিআইপি বা কমার্শিয়ালি ইম্পোর্ট্যান্ট পার্সন এর মর্যাদা পণ্য রপ্তানি, রেমিট্যান্স ও ট্রেড—এই তিন শ্রেণিতে দেওয়া হয়। সিআইপির মেয়াদ এক বছর। তবে পরবর্তী বছরের সিআইপি ঘোষণার আগ পর্যন্ত এ মেয়াদ বলবৎ থাকবে। ট্রেড খাতে নির্বাচিত সিআইপিদের মেয়াদ বাণিজ্য সংগঠনের পদে বহাল থাকা এবং পরবর্তী সিআইপি ঘোষণার মধ্যে যেটি আগে হয়, সে পর্যন্ত বহাল থাকে, তবে ঋণখেলাপি ও কর বকেয়া থাকলে কেউ সিআইপি নির্বাচনের জন্য বিবেচিত হবেন না। নীতিমালা অনুযায়ী সিআইপি কার্ডধারীরা ৬ ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।এগুলো হচ্ছে- সচিবালয়ে ঢুকতে প্রবেশ পাস ও গাড়ির স্টিকার।জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ। বিমান, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবাহনের আসন সংরক্ষণে অগ্রাধিকারপ্রাপ্তি। ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ভিসা প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে পরিচিতিপত্র (লেটার অব ইন্ট্রোডাকশন) প্রদান। স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার প্রাপ্যতা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুযোগ গ্রহণ। দেশের বাণিজ্যে ও রেমিট্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করে থাকে সরকার। উল্লেখ্য যে সিআইপি মর্যাদার সময়কাল থাকে ১ বছর।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |