ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সিআইপি তালিকায় মনোনীত
ইসমাইল ইমন,চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 21 November, 2023, 11:21 PM
সর্বশেষ আপডেট: Saturday, 25 November, 2023, 3:09 AM

ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সিআইপি তালিকায় মনোনীত

ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সিআইপি তালিকায় মনোনীত

এ বছরের সরকার কর্তৃক মনোনীত সিআইপি তালিকায় ওমানের অন্যতম শীর্ষস্থানীয় গ্রুপ অফ কোম্পানিজ- কিং জালান গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আব্দুল মান্নান সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী ক্যাটাগরিতে সিআইপি তালিকায় স্থান পাওয়ায়। নিজ এলাকায় আনন্দের বন্যা বয়ছে।তিনি ১ম বারের মত সিআইপি তালিকায় স্থান পাওয়ায় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি ও ক্লাবের ডাইমন্ড, ভিআইপি সদস্যরা আন্তরিক অভিনন্দন জানান। জনাব আব্দুল মান্নান সিআইপি তালিকায় স্থান পাওয়ায় এই খবরে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে সিআইপি মর্যাদার ব্যাপারে উৎসুকভাব পরিলক্ষিত হচ্ছে। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন প্রবাসীদের স্বার্থ ও অধিকার আদায়ের দশ হাজার সদস্যের এই ফ্লাটফর্ম নির্যাতীত, অবহেলিত ও অধিকার বঞ্চিত প্রবাসী ও তাদের অসহায়,দুঃস্থ পরিবারের পাশে থেকে চট্টগ্রাম প্রবাসী ক্লাব অগ্রনী ভূমিকা পালন করে থাকে।কিং জালান গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ডায়মন্ড সদস্য ও ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেবের এই অর্জনে আমরা গর্বিত। উনার ওমানের ও দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে হাজার হাজার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফুটেছে।অতীতের মত আগামীতে ও উনার মাধ্যমে দেশের অর্থনীতি, ক্লাবের অসহায় সদস্য ও এলাকার অসহায় জনসাধারণ উপকৃত হবে। 

সিআইপি বা কমার্শিয়ালি ইম্পোর্ট্যান্ট পার্সন এর মর্যাদা পণ্য রপ্তানি, রেমিট্যান্স ও ট্রেড—এই তিন শ্রেণিতে দেওয়া হয়। সিআইপির মেয়াদ এক বছর। তবে পরবর্তী বছরের সিআইপি ঘোষণার আগ পর্যন্ত এ মেয়াদ বলবৎ থাকবে। ট্রেড খাতে নির্বাচিত সিআইপিদের মেয়াদ বাণিজ্য সংগঠনের পদে বহাল থাকা এবং পরবর্তী সিআইপি ঘোষণার মধ্যে যেটি আগে হয়, সে পর্যন্ত বহাল থাকে, তবে ঋণখেলাপি ও কর বকেয়া থাকলে কেউ সিআইপি নির্বাচনের জন্য বিবেচিত হবেন না।
নীতিমালা অনুযায়ী সিআইপি কার্ডধারীরা ৬ ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।এগুলো হচ্ছে-

সচিবালয়ে ঢুকতে প্রবেশ পাস ও গাড়ির স্টিকার।জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ।

বিমান, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবাহনের আসন সংরক্ষণে অগ্রাধিকারপ্রাপ্তি।
ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ভিসা প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে পরিচিতিপত্র (লেটার অব ইন্ট্রোডাকশন) প্রদান।

স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার প্রাপ্যতা
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুযোগ গ্রহণ।

দেশের বাণিজ্যে ও রেমিট্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করে থাকে সরকার। উল্লেখ্য যে সিআইপি  মর্যাদার সময়কাল থাকে ১ বছর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status