জাতীয় শোক দিবস উপলক্ষ্যে
ড্যাফোডিল ইউনিভার্সিটি’তে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: চিন্তা, দর্শন ও উন্নয়ন ভাবনা' শীর্ষক আলোচনাসভা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল ইউনিভার্সিটি’তে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: চিন্তা, দর্শন ও উন্নয়ন ভাবনা' শীর্ষক আলোচনাসভা প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা মানে দেশকে হত্যা করা, স্বাধীনতাকে হত্যা করা। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা আসলে বাংলাদেশকেই হত্যা করেছে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান তরুন প্রজন্মের অনুপ্রেরনার উৎস। তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, স্বাধীনতা কী তা গভীরভাবে ভাবতে হবে। ভাবতে হবে এই স্বাধীনতা কে এনে দিয়েছেন। আজ যে স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে আছেন, সেটা কার অবদান। এসব ইতিহাস জানতে হবে এবং বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণে কাজ করতে হবে। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন, বঙ্গবন্ধুকন্যা সেই দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের এই সোনার বাংলা গড়ার কাজে শরীক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। দিবসটি উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে ”আমার চোখে বঙ্গবন্ধু” শীর্ষক প্রামান্যচিত্র নির্মাণ ্টবেং এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |