ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে
ড্যাফোডিল ইউনিভার্সিটি’তে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: চিন্তা, দর্শন ও উন্নয়ন ভাবনা' শীর্ষক আলোচনাসভা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 August, 2023, 8:20 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 15 August, 2023, 8:22 PM

ড্যাফোডিল ইউনিভার্সিটি’তে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: চিন্তা, দর্শন ও উন্নয়ন ভাবনা' শীর্ষক আলোচনাসভা

ড্যাফোডিল ইউনিভার্সিটি’তে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: চিন্তা, দর্শন ও উন্নয়ন ভাবনা' শীর্ষক আলোচনাসভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল (১৩ আগস্ট)  "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানঃ চিন্তা, দর্শন ও উন্নয়ন ভাবনা”শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশবরেন্য ইতিহাসবিদ ও বাংলা একডেমীর সাবেক মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিভাগের  সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শওকত আরা বেগম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. লিজা শারমিন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা মানে দেশকে হত্যা করা, স্বাধীনতাকে হত্যা করা। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা আসলে বাংলাদেশকেই হত্যা করেছে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান তরুন প্রজন্মের অনুপ্রেরনার উৎস। তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, স্বাধীনতা কী তা গভীরভাবে ভাবতে হবে। ভাবতে হবে এই স্বাধীনতা কে এনে দিয়েছেন। আজ যে স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে আছেন, সেটা কার অবদান। এসব ইতিহাস জানতে হবে এবং বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণে কাজ করতে হবে। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন, বঙ্গবন্ধুকন্যা সেই দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের এই সোনার বাংলা গড়ার কাজে শরীক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

দিবসটি উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে ”আমার চোখে বঙ্গবন্ধু” শীর্ষক প্রামান্যচিত্র নির্মাণ ্টবেং এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status