ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
রহস্য ঘেরা তামিমের চোট, মেজাজ গরম বিসিবি সভাপতির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 August, 2023, 10:55 AM

রহস্য ঘেরা তামিমের চোট, মেজাজ গরম বিসিবি সভাপতির

রহস্য ঘেরা তামিমের চোট, মেজাজ গরম বিসিবি সভাপতির

তামিম ইকবালের চোটটা পুরনো, তবে সেটা যে বছর পেড়িয়ে গেছে এট জানা ছিল না বিসিবি সভাপতির। জানা ছিল না চোটের অবস্থা সম্পর্কেও। যখন জানতে পারলেন তিনি, ‘মেজাজ গরম’ হয়ে গেছে তার।


দীর্ঘদিন চোটে ভুগা তামিম লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রথম কথা বলেন বিসিবি’র সাথে। সেখানে তিনি ও বিসিবি’র চিকিৎসকরা তার অবস্থা তুলে ধরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে।


তামিম ও চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত জেনে ও চোটসংক্রান্ত রিপোর্ট দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেননি বিসিবি সভাপতি। তামিমের চোট নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘তামিম কিন্তু ঢাকায় এমআরআই বা স্ক্যান যা যা করার করেছে। ভারতে, ব্যাংককে, লন্ডনে করেছে। এবার প্রথম দুবাই থেকে রিপোর্ট পাঠায়, সেখানে প্রথম দেখি যে সমস্যা আছে।’ কেন আগে তাকে এই রিপোর্ট পাঠানো হয়নি, সেটিও তিনি জানতে চান তামিমের কাছে। ‘প্রথমেই ওকে বলেছি, তুমি দেবাশীষসহ আমাকে তিনজন এক সাথে কনফারেন্স করে বলো, আমাকে কেন এটা আগে বলা হলো না?’

তামিমের থেকেও সুস্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। এই ব্যাপারে তিনি শুধু বলেন, ‘আমার চোট কিন্তু ২০২২ সালের নভেম্বর থেকে ছিল। আগে রিপোর্ট পাঠাইনি। রিপোর্ট পাঠানোর সাথে বলেছেন, কেন জানানো হয়নি তাকে।’


কেন চোটের কথা গোপন করা হলো এই তদন্ত করার কথাও বলেন পাপন। ‘আমার তো মেজাজই গরম হয়ে গেল, রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আরো তদন্ত করে বের করা দরকার। যেভাবে আমাদের উপস্থাপনা করা হয়েছে, বাস্তবতার সাথে পার্থক্য আছে। ভবিষ্যতে যেন এটা আর না হয়, সেটা নিয়ে বসব।’

তামিমের চোটের ব্যাপারে অবহেলা করা হয়েছে বলে দাবি করে এরপর তিনি বলেন, ‘২০২২ সালে যদি এটা হয়ে থাকে, এত দিনে ভালো হয়ে যাওয়ার কথা, ঠিকঠাক চিকিৎসা হলে। কোনো না কোনোভাবে এটা নিয়ে অবহেলা করা হয়েছে। এ কারণে আজ এত দিন পর বিশ্বকাপের দ্বারপ্রান্তে এসে এটা আমাদের শুনতে হচ্ছে। আগে থেকে শুনলে এমনটা হয়তো হতো না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status