|
ছয় বউয়ের সঙ্গে এক খাটেই শুতে হবে! ৮০ লাখ টাকা খরচা করে একী করলেন স্বামী! হু-হু করে ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() ছয় বউয়ের সঙ্গে এক খাটেই শুতে হবে! ৮০ লাখ টাকা খরচা করে একী করলেন স্বামী! হু-হু করে ভাইরাল কিছুদিন আগেই অর্থারের চার স্ত্রী এক সঙ্গে তালাক দিয়ে চলে যায়। আর এর পরেই বিচ্ছেদের যন্ত্রণায় ভুগতে শুরু করেন অর্থার! তারপরেই এক মজার বুদ্ধি খেলে যায় তাঁর মাথায়। যদিও এর মধ্যেই অর্থার আর এক ৫১ বছর বয়সী মহিলাকে বিয়ে করে। এবং এই বিয়ের পরেই সে ঠিক করে তাঁর ছয় স্ত্রীকে সমান ভালবাসা দেবে। কেউ যেন মনে না করে যে তাঁর স্বামী অন্য স্ত্রীকে বেশি ভালবাসছে। এর জন্য সে এক বিশাল খাট বানানোর কথা ভাবে। সেই মতো অর্থার ২০ ফিটের একটি বিছানার অর্ডার দেয়। এই খাটটি বানাতে সময় লেগেছে ১৫ মাস। এই খাটটিকে পোক্ত করতে ৯৫০টি স্ক্রু ব্যবহার করা হয়। খরচ হয় ৮০ লক্ষ টাকা। ছয় স্ত্রীকে নিয়ে এই খাটে এক সঙ্গে ঘুমোতে চায় অর্থার। চার বউকেই শরীরী ও মানসিক ভাবে খুশি করতেই এই ভাবনা অর্থারের! ওনলি ফ্যানসে অর্থারের একটি অ্যাকাউন্ট রয়েছে। যেখানে তারা নিজেদের গোপন ছবি ও ভিডিও শেয়ার করে। টিপস শেয়ার করে। আর সেখান থেকেই মাসে ৫০ লাখ টাকা রোজগার করে অর্থার।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
