|
নির্মাতা কাজল আরেফিন অমির 'মুঠোফোনে' গাইলেন আফরান নিশো
নতুন সময় প্রতিবেদক
|
![]() নির্মাতা কাজল আরেফিন অমির 'মুঠোফোনে' গাইলেন আফরান নিশো এদেশে মুঠোফোনের ব্যবহার যখন শুরু সেই সময়টা কেমন ছিল? মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তো কেমন? এসব চিত্র তুলে ধরা হয়েছে একটি নাটকে। মজার ব্যাপার হচ্ছে, এমন গল্প ভাবনা এসেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো’র কাছ থেকে। ছোটপর্দার তুমুল জনপ্রিয় এ অভিনেতার গল্প থেকে নাটক নির্মাণ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকটি সম্পর্কে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘নিশোর এই মুঠোফোনের গল্পটি খুব মসৃণ এবং প্রাকৃতিক। গল্পের উত্থান-পতন একদম কম। খুব সাধারন একটি গল্পের সরল রেখার একটি নাটক। চিত্রনাট্য, ডায়লগ সেভাবেই লেখা হয়েছে। গল্পটা ২০০৩-২০০৪ সালের তাই গল্পের গাঁথুনিটাই নাটকের প্রান।’ ভালবাসার গল্পে নির্মিত হয়েছে মুঠোফোনে। প্রেমধর্মী এই গল্পের শেষে রয়েছে কিছু টুইস্ট। আশা করি দর্শক আমাদের এই গল্পকে নিজের মনে জায়গা করে দিবে। আর যেহেতু জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর গল্প। আশাই করা যাচ্ছে দর্শক ভিন্ন কিছু পেতে যাচ্ছে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
