ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
নাটোরে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়ির ইটের দেয়ালে ধাক্কা আহত ২
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Thursday, 11 December, 2025, 11:23 AM

নাটোরে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়ির ইটের দেয়ালে ধাক্কা আহত ২

নাটোরে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়ির ইটের দেয়ালে ধাক্কা আহত ২

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাসুদেবপুর সাঝিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক সোজা ঢুকে পড়ে একটি ইটের বাড়িতে। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হন এবং বাড়ির দুইটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ভোর ৫টার দিকে বালুভর্তি ড্রাম ট্রাক (নং: কুমিল্লা-ট ১১-০২১৬) নলডাঙ্গা থেকে নাটোরগামী ছিল। পথে ট্রাকচালক ঘুমিয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত শহিদুল মিস্ত্রির বসতবাড়ির দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাড়ির দুইটি কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন—ড্রাইভার মোঃ শাহিন উদ্দিন (৪০), পিতা: মৃত শাহাদাত হোসেন, গ্রাম ও পোস্ট: সারদা, উপজেলা: চারঘাট, ও হেলপার একই এলাকার মৃত: রফিকুল ইসলামের ছেলে মোঃ মিন্টু শেখ (৩০),

নাটোরে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়ির ইটের দেয়ালে ধাক্কা আহত ২

নাটোরে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়ির ইটের দেয়ালে ধাক্কা আহত ২

খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসারের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status