|
সাতক্ষীরা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল লতিফ ও তার ছেলেকে কারাগারে প্রেরণ
ইয়ারব হোসেন , সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল লতিফ ও তার ছেলেকে কারাগারে প্রেরণ এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তাদেরকে সাতক্ষীরা আমলী আদালত- ১ এ হাজির করানো হয়। এসময় বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ ও তার ছেলে রাসেল। গ্রামের বাড়ি সদরের কামারবায়সা হলেও শহরের রসুলপুর এলাকার বাড়িতে থাকতেন পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আরিফুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় তাদের নামে হত্যা, চাঁদাবাজির মতো অপরাধের মামলা রয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আজ আদালতে হাজির করেছে পুলিশ। উল্লেখ্য, চব্বিশের জুলাই আন্দোলনের পর সাবেক পিপি আব্দুল লতিফ ও তার ছেলে রাসেল গা ঢাকা দেন। এরপর শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনার বয়রা এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে সাতক্ষীরার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আব্দুল লতিফের বিরুদ্ধে আটটি হত্যা, চাঁদাবাজি ও নাশকতার মামলা এবং তার ছেলে রাসেলের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। এসব মামলার পর থেকে তারা পালিয়ে ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
