|
ওয়াশিংটনে হামলার পর আফগান অভিবাসন স্থগিত
নতুন সময় ডেস্ক
|
![]() ওয়াশিংটনে হামলার পর আফগান অভিবাসন স্থগিত বুধবার রাতে ডাউনটাউন ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করে গুরুতর আহত করার ঘটনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা একে একটি পরিকল্পিত হামলা বলে বর্ণনা করেছেন। হামলার সময় পাল্টা গুলিতে আহত হওয়ার পর সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানিয়েছে, এই সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। তারা আরও যোগ করেছে, আমেরিকান জনগণের সুরক্ষা ও নিরাপত্তা আমাদের একমাত্র লক্ষ্য ও কর্তব্য হিসাবে রয়ে গেছে। তদন্তকারীরা ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়াল সন্দেহভাজন হিসেবে আটক করেছেন। নাম প্রকাশ না করা এক কর্মকর্তা বলেছেন, এই হামলাটিকে সন্ত্রাসবাদের কাজ হিসেবে তদন্ত করা হচ্ছে। দ্বিতীয় কর্মকর্তা জানান, লাকানওয়াল ২০২১ সালে অপারেশন অ্যালিস ওয়েলকাম কর্মসূচির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। এই বাইডেন-যুগের কর্মসূচির লক্ষ্য ছিল আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা এবং মার্কিন প্রত্যাহারের পর ক্ষমতাসীন তালেবানের প্রতিশোধের ঝুঁকিতে থাকা হাজার হাজার আফগানকে পুনর্বাসন করা। তিনি সেই বছরের ৮ সেপ্টেম্বর ওয়াশিংটন ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে প্রক্রিয়াভুক্ত হন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
