|
দ্বি-রাষ্ট্র শর্তে থমকে ট্রাম্পের পরিকল্পনা
নতুন সময় ডেস্ক
|
![]() দ্বি-রাষ্ট্র শর্তে থমকে ট্রাম্পের পরিকল্পনা এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ১৮ নভেম্বরের বৈঠকে ট্রাম্প আশা করেছিলেন গাজা যুদ্ধের পরে সৌদি-ইসরায়েল সম্পর্কের স্বাভাবিকীকরণে অগ্রগতি হবে। হোয়াইট হাউসের কর্মকর্তারা যুবরাজকে আগেই জানিয়েছিলেন যে, ট্রাম্প এই বিষয়ে দ্রুত অগ্রগতি চান। তবে আলোচনার সময় যুবরাজ দ্বিধাহীনভাবে জানিয়েছেন, দ্বি-রাষ্ট্র সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত সৌদি আরব কোনো স্বাভাবিকীকরণে এগোবে না। যুবরাজ বলেন, যদি ইসরায়েল একটি বিশ্বাসযোগ্য ও সুসংগঠিত পথ অনুসরণ করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করে, তবেই আমরা স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হব। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প চাইতেন মধ্যপ্রাচ্যের সব দেশই আব্রাহাম চুক্তিতে যোগ দিক, তবে রিয়াদের অবস্থান এখনও অপরিবর্তিত।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
