|
যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল সুদানের সেনাপ্রধান
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল সুদানের সেনাপ্রধান সেনাবাহিনীর প্রকাশ করা এক ভিডিও বার্তায় বুরহান বলেন, ‘প্রস্তাবটি গ্রহণযোগ্য নয় এবং মধ্যস্থতাকারীরা পক্ষপাতদুষ্ট।’ ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও শক্তিশালী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। রাজধানী খার্তুমসহ দেশজুড়ে এই লড়াই ছড়িয়ে পড়ে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এ যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যদিও সহায়তা সংস্থাগুলো বলছে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। যুদ্ধের কারণে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ ঘরছাড়া, বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে এবং দেশের কিছু অংশ দুর্ভিক্ষে পড়েছে। মার্কিন নেতৃত্বাধীন চার দেশের মধ্যস্থতাকারী দল ‘কোয়াড’-যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত-দুই বছর ধরে সংঘাত থামানো ও গণতান্ত্রিক উত্তরণ পুনরায় শুরু করার চেষ্টা করছে। তবে বুরহানের কঠোর প্রত্যাখ্যান সেই প্রচেষ্টায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
