|
দিল্লির ভয়াবহ বায়ুদূষণ নিয়ে শঙ্কিত, যা বললেন অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() দিল্লির ভয়াবহ বায়ুদূষণ নিয়ে শঙ্কিত, যা বললেন অভিনেত্রী সম্প্রতি ‘তেরে ইশক মে’ সিনেমার প্রচার অনুষ্ঠানে কৃতি শ্যানন বলেন দিল্লির বাতাসের গুণমান বা ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) ৪৩০ ছাড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি তাকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে। এর মধ্যেই দিল্লির দূষণ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সেখানে বেশ কিছু সিনেমার শুটিং বাতিল এবং পিছিয়ে দেওয়া হয়েছে। অভিনেত্রীর ‘ককটেল ২’ সিনেমার শুটিংও দিল্লির অত্যধিক দূষণ এবং বিস্ফোরণ আতঙ্কের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল, যে সিনেমায় অভিনয় করছেন অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী রাশমিকা মান্দানাও। কৃতি বলেন যদি সময় থাকতেই যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তবে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমাদের সবার দায়িত্ব এ বিষয়টি দেখা। এই গুরুতর বিষয়ে দৃষ্টিপাত করার সময় এসে গেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে এ পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠবে বলে জানান অভিনেত্রী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
