ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ধর্মেন্দ্রকে স্মরণ করে হেমা মালিনীর আবেগঘন বার্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 November, 2025, 4:25 PM

ধর্মেন্দ্রকে স্মরণ করে হেমা মালিনীর আবেগঘন বার্তা

ধর্মেন্দ্রকে স্মরণ করে হেমা মালিনীর আবেগঘন বার্তা

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। গত ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে তিনি চলে যান। স্বামীর মৃত্যুর পর প্রথমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী।

এক মর্মস্পর্শী পোস্টে তিনি ধর্মেন্দ্রকে স্মরণ করে লিখেছেন, তিনি তার কাছে সবকিছু ছিলেন-একজন প্রেমময় স্বামী, দুই মেয়ে এশা ও আহানার আদরের বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক এবং সর্বদা ভরসার জায়গা। প্রিয় ধর্মেন্দ্রজি সব সময়েই আমার জন্য ছিলেন সবকিছু। ভালো-মন্দ সব সময়েই তিনি পাশে ছিলেন।

হেমা মালিনী আরও লেখেন, ধর্মেন্দ্রের সহজ ও বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য তিনি পরিবারের সকলের কাছে প্রিয় ছিলেন। প্রতিভা, জনপ্রিয়তা সত্ত্বেও তার বিনয় এবং সর্বজনীন আবেদন তাকে এক অনন্য কিংবদন্তি হিসেবে পরিচিত করেছে। চলচ্চিত্র জগতে তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে।

শেষে হেমা মালিনী জানান, ধর্মেন্দ্র ছাড়া জীবন তার জন্য কতটা কঠিন, তা ব্যাখ্যা করা কঠিন। আমার ব্যক্তিগত ক্ষতি অনির্ণেয়, যে শূন্যতা তৈরি হয়েছে তা বাকি জীবন ধরে থাকবে। বহু বছরের একসাথে থাকার অজস্র স্মৃতি আমাদের মনে থেকে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status