|
ধর্মেন্দ্রকে স্মরণ করে হেমা মালিনীর আবেগঘন বার্তা
নতুন সময় ডেস্ক
|
![]() ধর্মেন্দ্রকে স্মরণ করে হেমা মালিনীর আবেগঘন বার্তা এক মর্মস্পর্শী পোস্টে তিনি ধর্মেন্দ্রকে স্মরণ করে লিখেছেন, তিনি তার কাছে সবকিছু ছিলেন-একজন প্রেমময় স্বামী, দুই মেয়ে এশা ও আহানার আদরের বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক এবং সর্বদা ভরসার জায়গা। প্রিয় ধর্মেন্দ্রজি সব সময়েই আমার জন্য ছিলেন সবকিছু। ভালো-মন্দ সব সময়েই তিনি পাশে ছিলেন। হেমা মালিনী আরও লেখেন, ধর্মেন্দ্রের সহজ ও বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য তিনি পরিবারের সকলের কাছে প্রিয় ছিলেন। প্রতিভা, জনপ্রিয়তা সত্ত্বেও তার বিনয় এবং সর্বজনীন আবেদন তাকে এক অনন্য কিংবদন্তি হিসেবে পরিচিত করেছে। চলচ্চিত্র জগতে তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে। শেষে হেমা মালিনী জানান, ধর্মেন্দ্র ছাড়া জীবন তার জন্য কতটা কঠিন, তা ব্যাখ্যা করা কঠিন। আমার ব্যক্তিগত ক্ষতি অনির্ণেয়, যে শূন্যতা তৈরি হয়েছে তা বাকি জীবন ধরে থাকবে। বহু বছরের একসাথে থাকার অজস্র স্মৃতি আমাদের মনে থেকে যাবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
