ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
কমওয়ার্ড-এ সেরার স্বীকৃতি পেল মাস্টহেড পিআর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 November, 2025, 6:05 PM

কমওয়ার্ড-এ সেরার স্বীকৃতি পেল মাস্টহেড পিআর

কমওয়ার্ড-এ সেরার স্বীকৃতি পেল মাস্টহেড পিআর

দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআর আবারও পেয়েছে সেরা পিআর এজেন্সির স্বীকৃতি। ব্র্যান্ড ফোরাম আয়োজিত কমওয়ার্ড-২০২৫ এ পিআর ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এবছর পিআর ক্যাটাগরিতে এটিই সর্বোচ্চ পুরস্কার।  

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন’ শীর্ষক অনুষ্ঠানে মাস্টহেড পিআর–এর কর্মকর্তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

এ বছর বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের ‘সাসটেইনেবিলিটি’ উদ্যোগভিত্তিক পিআর ক্যাম্পেইন সফলভাবে সম্পাদনের স্বীকৃতি হিসেবেই পুরস্কারটি দেওয়া হয়েছে মাস্টহেডকে। ক্যাম্পেইনের লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

কমওয়ার্ড-এর এবারের ১৪তম আয়োজনের মাধ্যমে ৩২টি ক্যাটাগরিতে মোট ১৩৪টি ক্রিয়েটিভ কোম্পানি ও বিজ্ঞাপনকে পুরস্কৃত করা হয়।

এর আগে ২০১৭ সালে আয়নাবাজি সিনেমার ডিজিটাল প্লাটফর্মে পিআর ক্যাম্পেইনের জন্য গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড, ২০১৪ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিআইডি গোল্ড অ্যাওয়ার্ড, ২০১৯ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত পিআর অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন সামিটে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সেরা পিআর এজেন্সির স্বীকৃতিসহ দেশ-বিদেশে একাধিক সম্মাননা অর্জন করে মাস্টহেড পিআর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status