|
ধানমণ্ডি-৩২ নম্বরে মার খেয়ে গ্রেপ্তার নারীই কি জিয়ার মাজার খুঁড়তে গিয়েছিলেন?
নতুন সময় প্রতিবেদক
|
![]() ধানমণ্ডি-৩২ নম্বরে মার খেয়ে গ্রেপ্তার নারীই কি জিয়ার মাজার খুঁড়তে গিয়েছিলেন? নেটিজেনরা বলছেন, ধানমণ্ডিতে গ্রেপ্তার হওয়া নারীই সেপ্টেম্বরে জিয়ার মাজার খুঁড়তে গিয়েছিলেন। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও খবর থেকে জানা যায়, চলতি বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলানগরে শহীদ জিয়াউর রহমানের মাজারের মাটি খুঁড়ছিলেন এক নারী। স্থানীয় ব্যক্তিরা মাটি খোঁড়ার কারণ জানতে চাইলে তিনি দাবি করেন— সেখানে জিয়াউর রহমানের লাশ নেই। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের তোপের মুখে পড়েন এবং মারধরের শিকার হন। সেখানে দীর্ঘ সময় অচেতন হয়ে পড়ে থাকার পর পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে। সে সময় শেরেবাংলানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক গণমাধ্যমকে জানান, ওই নারীর নাম সালমা বেগম। এদিকে গত ১৩ নভেম্বর ধানমণ্ডিতে এক নারী মারধরের শিকার হন। এ ঘটনার ভিডিওতে দেখা যায়, এক তরুণী লাঠি দিয়ে মধ্যবয়সী ওই নারীকে পেটাচ্ছেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পরদিন শুক্রবার গত বছরের জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে জানা যায়, ওই নারীর নাম সালমা ইসলাম। নেটিজেনদের দাবি, দুটি ঘটনায় জড়িত ওই নারী আসলে একই ব্যক্তি। তারা বলছেন, তার পোশাক, চশমা ও চেহারা একই রকম এবং নামেও মিল রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
