|
ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা ঘটনার বিবরণ: স্থানীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমস-এর প্রতিবেদনে জানা যায়, বিদায়বিল এলাকার দুই গ্রামবাসী একটি রাবার বাগানে কাজ করতে গেলে সেখানে তিনজন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখেন বলে দাবি করেন। তাদের কাছে সেখানে থাকার কারণ জানতে চাইলে ওই তিনজন আচমকা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে ওই দুই ভারতীয় আহত অবস্থায় গ্রামে ফিরে যান এবং স্থানীয়দের বিষয়টি জানান। পরবর্তীতে গ্রামের অনেকেই ঘটনাস্থলে গিয়ে ওই তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। আহতদের চিকিৎসা: হামলায় আহত দুই ভারতীয় নাগরিককে বেহলাবাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি: ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যদিও এর অধিকাংশ জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে, তবুও সীমান্তে অনুপ্রবেশ ও সহিংস ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। উল্লেখযোগ্য যে, ভারতের সীমান্তবর্তী অঞ্চলে প্রায়ই বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনা ঘটে, যাদের অনেকে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) গুলিতে প্রাণ হারান। সূত্র: ইকোনোমিক টাইমস
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
