|
দীপিকার কণ্ঠে কথা বলবে মেটা এআই!
নতুন সময় প্রতিবেদক
|
![]() দীপিকার কণ্ঠে কথা বলবে মেটা এআই! সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে দীপিকা নিজেই জানিয়েছেন এই নতুন যাত্রার কথা। ভিডিওতে দেখা যায়, একটি রেকর্ডিং স্টুডিওতে নিজের কণ্ঠস্বর রেকর্ড করছেন তিনি। ভিডিওতে দীপিকা বলেন, হাই, আমি দীপিকা পাড়ুকোন। এখন আমি মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর। পোস্টের ক্যাপশনে দীপিকা লিখেছেন, এটা আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে যুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠ এখন শুধু ভারতে নয়- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও শোনা যাবে। সবাই জানাবেন, এই নতুন অভিজ্ঞতা কেমন লাগল! এই প্রকল্পে দীপিকা পাড়ুকোন হলেন প্রথম ভারতীয় তারকা, যিনি মেটার কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। তবে তিনি একা নন- এই উদ্যোগে আরও রয়েছেন হলিউড তারকা অকওয়াফিনা এবং বিখ্যাত অভিনেত্রী জুডি ডেঞ্চ। মেটা এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাদের পরিচিত তারকাদের কণ্ঠে এআইয়ের সাড়া পাবেন। এই ভয়েস অ্যাসিস্ট্যান্টটি ইতিমধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে যুক্ত হয়েছে। তারকাদের কণ্ঠে প্রযুক্তির এমন ছোঁয়া নিঃসন্দেহে নতুন এক অভিজ্ঞতা এনে দেবে ব্যবহারকারীদের জন্য।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
