ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
অনলাইন জুয়ার জন্য সরকার দায় এড়াতে পারে না
মহিউদ্দিন আহমেদ
প্রকাশ: Thursday, 16 October, 2025, 1:42 PM

অনলাইন জুয়ার জন্য সরকার দায় এড়াতে পারে না

অনলাইন জুয়ার জন্য সরকার দায় এড়াতে পারে না

বিগত সরকার এবং বর্তমান সরকারকে আমরা সবসময়ই দেখেছি অনলাইন জুয়ার জন্য আইন তৈরি এবং বিধি-বিধানের আওতায় ব্যবহারকারীদের শাস্তি দিতে তৎপর। কিন্তু সরকার এবং তার অধীনস্থ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়-দায়িত্ব এবং ব্যর্থতা নিয়ে কখনো আলোচনা করে নাই। এমনকি এ ব্যাপারে তাদের স্বচ্ছতা নিয়ে জবাবদিহিতা করে না। যার ফলে মাঝে মাঝে কিছু অভিযান পরিচালনা করা ছাড়া কিংবা ঢাকঢোল পিটানো ছাড়া বাস্তবে কিছুই হয় না। 

অনলাইন জুয়াকে কেন্দ্র করে নিঃস্ব হচ্ছে লক্ষ লক্ষ শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বনিতা পর্যন্ত। জোয়ার কনটেন্ট বা ব্যান্ডউইথ আমদানি কারক কে? সরকারি প্রতিষ্ঠান সাবমেরিন ক্যাবল এবং বেসরকারি আইটিসি। আর সরবরাহকারী আইআইজি সাথে এনটিটিএন প্রতিষ্ঠান। আর গ্রাহক পর্যায়ে সরবরাহ করে থাকে আইএসপি এবং মোবাইল অপারেটর। 

বাজার সিন্ডিকেটের সময় আমরা বারংবার বলি যে, আমদানি কারককে নিয়ন্ত্রণ করেন এবং পাইকারি পর্যায়ে নিয়ন্ত্রণ করা গেলে বাজার নিয়ন্ত্রণ হবে। ঠিক একই ভাবে আপনি যদি সাবমেরিন ক্যাবল এবং আইআইজি লেভেলে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আইএসপি, এম এফ এস কিংবা মোবাইল অপারেটর কে দোষারোপ করে লাভ নেই। একইভাবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং ডট কোনভাবেই দায় এড়াতে পারে না।

নিয়ন্ত্রক সংস্থা সামাজিক দায়বদ্ধতার তহবিল সংগ্রহ করলেও জনসচেতনতা তৈরি করতে একটি পয়সাও খরচ করেনি আজ পর্যন্ত। একইভাবে তারা এ সকল লিংক বন্ধ করতে ব্যর্থ। 

তাই আমরা মনে করি ব্যান্ডউইথ আমদানি এবং সরবরাহকারী প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়া এবং সামাজিকভাবে জনসচেতনতা তৈরি করতে ব্যর্থ হওয়ার দায় সরকার এড়াতে পারে না। শুধুমাত্র আইন তৈরি করে কখনো অনৈতিক কাজ বন্ধ করা যায় না। 

সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন, ক্রিকইনফো থেকে জোয়ার এবং ব্যাটিং বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। কিন্তূ আপনি কি পর্নো সাইট বন্ধ করতে পেরেছেন? এ সকল সাইডে সকল সময় জোয়ার বিজ্ঞাপন প্রচার করা হয়।

আমরা এখন দেখছি সরকারের কেউ কেউ মূল জায়গায় কাজ না করে ক্রেডিট নিতেই ব্যস্ত। তাই আমরা আহ্বান জানাচ্ছি যে, সঠিক পদক্ষেপ গ্রহণ করুন জুয়া এবং অনৈতিক কাজ বন্ধ করুন।

মহিউদ্দিন আহমেদ : সভাপতি, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status