গৃহযুদ্ধ কবলিত সুদানের আল ফাশিরে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ৬০
নতুন সময় ডেস্ক
|
![]() গৃহযুদ্ধ কবলিত সুদানের আল ফাশিরে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ৬০ তারা জানান, শুক্রবার রাতে ও শনিবার সকালে শহরটির ওই আশ্রয়কেন্দ্রে এসব হামলা চালানো হয়। দারফুর অঞ্চলে সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা শেষ বড় ঘাঁটি আল ফাশির, যা অবরোধ করে দখলের চেষ্টা চালাচ্ছে আরএসএফ। দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সেনাবাহিনী ও আরএসএফ দুই বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। রয়টার্স জানিয়েছে, কয়েক মাস ধরে চলা অবরোধে শহরটিতে ক্ষুধা ও রোগব্যাধি ছড়িয়ে পড়েছে, আর ক্রমাগত ড্রোন ও কামানের গোলা আশ্রয়কেন্দ্র, মসজিদ, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলোতে আঘাত হানছে। শনিবার স্থানীয় সময় সকালে এক বিবৃতিতে আল ফাশির রেজিস্ট্যান্স কমিটি বলেছে “বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে। কেউ কেউ আশ্রয়কেন্দ্রের কারাভ্যানগুলোতে পুড়ে মারা গেছে। নারী, শিশু ও বয়স্কদের নির্বিচারে হত্যা করা হয়েছে।” পরে আরেক বিবৃতিতে তারা জানিয়েছে, দুই দফা ড্রোন হামলার পর আশ্রয়কেন্দ্রটিতে আটটি কামানের গোলা আঘাত হানে। রেজিস্ট্যান্স কমিটি দাবি করেছে, এসব হামলায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, সুরক্ষার জন্য তারা নিজেদের বাড়ি ও পাড়ার ভেতরে অনেকগুলো বাংকার খুঁড়েছেন। অধিকার আন্দোলনকারী গোষ্ঠীটি জানিয়েছে, সহিংসতা, ক্ষুধা ও রোগে শহরটি প্রতিদিন গড়ে ৩০ জন করে লোক হারাচ্ছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |