ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ অক্টোবর ২০২৫ ২৭ আশ্বিন ১৪৩২
গাজীপুরে রুহুল কবির রিজভী ও মির্জা, ফখরুল ইসলাম আলমগীরের বার্তা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 11 October, 2025, 9:12 PM

গাজীপুরে রুহুল কবির রিজভী ও মির্জা, ফখরুল ইসলাম আলমগীরের বার্তা

গাজীপুরে রুহুল কবির রিজভী ও মির্জা, ফখরুল ইসলাম আলমগীরের বার্তা

যারা সমাজের বিরুদ্ধে বা বিভিন্ন অপরাধে অভিযুক্ত তারা বিএনপির সদস্য হতে পারবে না। গাজীপুর মহানগরের রাজবাড়ি মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন-কে সামনে রেখে যারা বাঁধা বা বিভাজন সৃষ্টি করছেন, এটা কারো জন্য শুভকামনা হবে না। যারা শাপলা প্রতীক চেয়েছেন ভালো কথা, বিএনপিকে নিয়ে কেন কাউন্টার দিচ্ছেন- ধানের শীষ আপনাদের জন্মের আগেই সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানের শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুপুরে বেলাইবিলে তিনি পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। স্থানীয় নেতাকর্মীরা জলাশয় সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এতে আরো বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিসহ বিএনপি'র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এতে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ নেন।

এদিকে, দুপুরে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নিয়ে শুরুতে পুরস্কার তুলে দেন শিক্ষার্থীদের হাতে। পরে তিনি বক্তব্যে বলেন, যারা আমাদের উপর অত্যাচার করেছেব তারা ভারতে গীয়ে পালিয়েছেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, ভারত সবসময় কিভাবে বাংলাদেশকে বিপদে ফেলবে সে ব্যাবস্থা করেছে।

তিনি বলেন, ' তিস্তা ও ফারাক্কার হিস্যা আমরা পাইনাই। তারা আমাদেরকে দেয় নাই। কোন নদীর ন্যায্য হিস্যা এখন পর্যন্ত আমরা পাইনাই। সীমান্তে গুলি করে হত্যা করা হয় যা পৃথিবীর কোন দেশে হয়না বলেও বন্তব্য করেন তিনি। আমাদের নির্বাচনগুলোতেও তারা (ভারত) হস্তক্ষেপ করেছে। সুতরাং ভারতের সাথে সমান সমান হিসাবে সন্মানের সহিত অভ্যন্তরীণ হস্তক্ষেপহীন বন্ধুত্ব চাই বলেও বলেন বিএনপির এই নেতা।'

মির্জা ফখরুল আরো বলেন,' ইলিয়াস আলীসহ বিএনপির ১৭শ মানুষকে গুম করে হত্যা করা হয়েছে। তাই তিনি বলেন, আমরা গণতন্ত্র ফেরত চাই, নির্বাচিত পার্লামেন্ট চাই, নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে সেটা আমরা চাই। অন্তরবর্তী সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার সদস্যদের মধ্যে পক্ষপাত করছে বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগের বিষয়েও মন্তব্য করেন তিনি।'

বিএনপির এই নেতা বলেন, 'আমরা ও বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায়। নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি পরিক্ষিত রাজনৈতিক দল উল্লেখ করে বলেন, জিয়াউর রহমান শ্রমিক বিদেশে রপ্তানির ব্যবস্থা করেছেন। মা বোনদের জন্য কলকারখানাগুলোও জিয়াউর রহমান ব্যাবস্থা করেছেন।'

তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্প্রতি আলোচনায় শীঘ্রই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'এখন দেশ চালাচ্ছে আমলারা কই নেতারা নাই। সামনে নির্বাচনে আপনারা আসবেন দেশ চালাবেন। ১৫বছর লড়াই করেছি গণতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য, দেশের মালিক জনগণ জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য।'

কাপাসিয়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা'র সঞ্চালনায় স্বরণ সভার সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন।

এতে উপস্থিত থেকে বক্তব্য দেন, ঢাকা বিভাগীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ কাইয়ুম, হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপি নেতা ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী ও শাহ রিয়াজুল হান্নান প্রমূখ। শেষে হান্নান শাহ্ এর নবম স্বরণ সভায় আয়োজিত অনুষ্ঠানে দোয়া মোনাজাত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status