সিরাজগঞ্জে গাড়ি থামিয়ে ডাকাতি: আরও একজন গ্রেফতার
সাব্বির মির্জা
|
![]() সিরাজগঞ্জে গাড়ি থামিয়ে ডাকাতি: আরও একজন গ্রেফতার মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ যুবকের নামে সাতটি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেফতার মোহাম্মদ আলী (২১) সদর উপজেলার খামার পাইকোশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব: ১-এর সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। এর আগে গত সোমবার (৬ অক্টোবর) এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করে র্যাব-১২ সদস্যরা। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির বাসিন্দা ও ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর প্রায় এক কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন ২০-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি দল একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। ডাকাতদের পরনে হাঁটু পর্যন্ত ওঠানো লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদা বা সামুরাই। তারা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়। ভয়াবহ এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। আহত পাঁচজনের মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত এক বৃদ্ধও ছিলেন। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাতে বা ভাঙা কাচের টুকরো লেগে তারা আহত হয়েছেন। এ ঘটনায় ৫ অক্টোবর (রোববার) যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |