সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতির চাচার ইন্তেকাল
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতির চাচার ইন্তেকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে তিনি ভর্তি হয়েছিলেন। মরহুমের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী আল মাহবুব জানান, সোনারগাঁওয়ের ঐতিহাসিক পাঁচপীর দরগাহ মাজার সংলগ্ন মসজিদ প্রঙ্গণে মঙ্গলবার বাদজোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে মারা গেছেন। মো. আমিনের মৃত্যুতে সোনারগাঁও প্রেক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন, সহ-সভাপতি মো. মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ ক্লাবের সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |