চট্টগ্রামে বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামে বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি দ্রুতগতির বাস রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে চাপা দেয়। আঘাতের তীব্রতায় তার পা থেকে কোমর পর্যন্ত থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। স্টীলমিল বাজারের স্থানীয় দোকানদার নজরুল ইসলাম বলেন, নারীটি রাস্তা পার হচ্ছিলেন, তখনই দ্রুতগতির বাসটি এসে তাকে চাপা দেয়। আহত অবস্থায় আমরা তাকে হাসপাতালে পাঠাই। তাকে দেখে গার্মেন্টস কর্মী বলেই মনে হয়েছে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বাস চালককে আটকের চেষ্টা চলছে এবং নিহত নারীর পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |