মহেশখালীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও
নুরুল করিম, মহেশখালী
|
![]() মহেশখালীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও সোমবার (৬ ই অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী উপহার দেন। এছাড়া তিনি পরবর্তীতে সরকারিভাবে তাদের সহযোগিতা করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার আমীর মাষ্টার শামীম ইকবাল, কুতুবজোম ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হোসাইন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হোসাইন'সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে, গত রবিবার (৫ ই অক্টোবর) বিকাল পাঁচটার দিকে নুরুচ্ছফার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে ৩টি পরিবারের বসতঘরসহ মাদ্রাসা ও নগদ অর্থ, আসবাবপত্রসহ সকল মালমাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, অগ্নিকান্ডে নুরচ্ছফা ও তার দুটি ভাইয়ের বসতঘরের রান্নাঘর এবং মাদ্রাসার দুইটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |