পাইকগাছায় ৫৯ হাজার শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় ৫৯ হাজার শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে উপজেলা পর্যায়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ( টিসিভি) ক্যাম্পেইন -২০২৫ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আজ ৬ অক্টোবর (সোমবার ) অবহিতকরণ এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বলা হয় ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট টিকা দেওয়া হবে। ১২ অক্টোবর থেকে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করা হবে। প্রথম ১০ কর্ম দিবসে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী ৮ কর্ম দিবসে কমিউনিটি ও অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্র থেকে এ টিকা প্রদান করা হবে। রোববার সকালে অবহিতকরণ সভায় এমনটাই জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শাকিলা আফরোজ। বক্তব্য রাখেন সিনিয়র জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আইসিটি কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |