মা ইলিশ রক্ষায় যুবদলের মানববন্ধন ও প্রচার-প্রচারণা
মো. আমিনুল ইসলাম, দশমিনা
|
![]() মা ইলিশ রক্ষায় যুবদলের মানববন্ধন ও প্রচার-প্রচারণা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নির্দেশনায় উপজেলা যুবদলের উদ্যোগে সোমবার (৬অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার অন্যতম মৎস্য স্টেশন হাজীরহাট লঞ্চঘাটে এ মানববন্ধন ও প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শামীম খানের সঞ্চালনায় এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে নেতৃবৃন্দ মা ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতে ও ইলিশের দায়িত্বশীল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, বহন- পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় থেকে বিরত থাকার জন্য জেলেসহ সকলকে অনুরোধ জানান। প্রসঙ্গত, ইলিশের প্রজনন নিশ্চিতে গত শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। সরকারি নির্দেশনা অনুযায়ি আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |