ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
ইলিশ রক্ষায় দশমিনার তেঁতুলিয়া ও বুড়াগৌড়ঙ্গ নদীতে উড়ছে ড্রোন
মো.আমিনুল ইসলাম, দশমিনা
প্রকাশ: Monday, 6 October, 2025, 6:55 PM

ইলিশ রক্ষায় দশমিনার তেঁতুলিয়া ও বুড়াগৌড়ঙ্গ নদীতে উড়ছে ড্রোন

ইলিশ রক্ষায় দশমিনার তেঁতুলিয়া ও বুড়াগৌড়ঙ্গ নদীতে উড়ছে ড্রোন

পটুয়াখালী দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মা ইলিশ সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌপুলিশ, নৌবাহিনী, কোস্ট গার্ড ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে মা ইলিশ সংরক্ষণে  নদীতে। প্রথমবারের মতো এ বছর মা ইলিশ সংরক্ষণে ড্রোন ব্যবহার করছে উপজেলা প্রশাসন। 

জানা যায়, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা মৎস দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পাঁচ স্তরের নিরাপত্তার পাশাপাশি ড্রোন ক্যামেরা ব্যহার করতে দেখা যায়। 

উপজেলার বাঁশবাড়িয়া, ঢনঢনিয়া, কেদিরহাট, হাজিরহাট, গোলখালী, কাটাখালী, সৈয়দ জাফর , কালারানী, সোবাহান বাজার, আউলিয়াপুর, চরঘূণি, পাতারচর, দক্ষিণ রনগোপালদী, চরহাদী, চর বোরহান ও চর শাহজালালের  দীর্ঘ ৮ কিলোমিটার জুড়ে নদীতে মা ইলিশ সংরক্ষণে নজরদারিতে থাকবে ড্রোন ক্যামেরা।

জানা যায়, ড্রোনের ব্যবহারে অসাধু মা ইলিশ নিধনে অসাধু ও মৌসুমী মৎস্যজীবীরা মৎস্য শিকার থেক বিরত থাকছে। 

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ড্রোন ক্যামেরা ব্যবহার করে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদী থেকে তিনদিনে ১৫ টি বেহন্দিজাল ও ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে যৌথ বাহিনী। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইরতিজা হাসান বলেন, মা ইলিশ দেশের সম্পদ। এ সম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর প্রযুক্তিগত ব্যবহারসহ নানা পদক্ষেপ গ্রহন করেছে। রাতের বেলায় নৌপুলিশ, থানা পুলিশ, মৎস্য অফিসের সদস্য, নৌবাহিনী ও কোস্টগার্ড বিভিন্ন ইউনিটে নদীতে টহলে থাকবে আর দিনের বেলায় নদীর কয়েকটি পয়েন্টে ড্রোনের ব্যবহারের মাধ্যমে অবৈধভাবে মৎস্য নিধনকারী জেলেদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ড্রোনের ব্যবহার মা ইলিশ সংরক্ষণের সময়কাল পর্যন্ত চলবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status