ইলিশ রক্ষায় দশমিনার তেঁতুলিয়া ও বুড়াগৌড়ঙ্গ নদীতে উড়ছে ড্রোন
মো.আমিনুল ইসলাম, দশমিনা
|
![]() ইলিশ রক্ষায় দশমিনার তেঁতুলিয়া ও বুড়াগৌড়ঙ্গ নদীতে উড়ছে ড্রোন জানা যায়, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা মৎস দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পাঁচ স্তরের নিরাপত্তার পাশাপাশি ড্রোন ক্যামেরা ব্যহার করতে দেখা যায়। উপজেলার বাঁশবাড়িয়া, ঢনঢনিয়া, কেদিরহাট, হাজিরহাট, গোলখালী, কাটাখালী, সৈয়দ জাফর , কালারানী, সোবাহান বাজার, আউলিয়াপুর, চরঘূণি, পাতারচর, দক্ষিণ রনগোপালদী, চরহাদী, চর বোরহান ও চর শাহজালালের দীর্ঘ ৮ কিলোমিটার জুড়ে নদীতে মা ইলিশ সংরক্ষণে নজরদারিতে থাকবে ড্রোন ক্যামেরা। জানা যায়, ড্রোনের ব্যবহারে অসাধু মা ইলিশ নিধনে অসাধু ও মৌসুমী মৎস্যজীবীরা মৎস্য শিকার থেক বিরত থাকছে। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ড্রোন ক্যামেরা ব্যবহার করে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদী থেকে তিনদিনে ১৫ টি বেহন্দিজাল ও ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে যৌথ বাহিনী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইরতিজা হাসান বলেন, মা ইলিশ দেশের সম্পদ। এ সম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর প্রযুক্তিগত ব্যবহারসহ নানা পদক্ষেপ গ্রহন করেছে। রাতের বেলায় নৌপুলিশ, থানা পুলিশ, মৎস্য অফিসের সদস্য, নৌবাহিনী ও কোস্টগার্ড বিভিন্ন ইউনিটে নদীতে টহলে থাকবে আর দিনের বেলায় নদীর কয়েকটি পয়েন্টে ড্রোনের ব্যবহারের মাধ্যমে অবৈধভাবে মৎস্য নিধনকারী জেলেদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ড্রোনের ব্যবহার মা ইলিশ সংরক্ষণের সময়কাল পর্যন্ত চলবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |