|
বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে ঘাটাইলে আজাদের নেতৃতে হাজার হাজার মানুষের ঢল
নতুন সময় প্রতিনিধি
|
![]() বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে ঘাটাইলে আজাদের নেতৃতে হাজার হাজার মানুষের ঢল বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ঘাটাইল হাই স্কুল মাঠে এসে সমবেত হন। পরে দলীয় সংগীত পরিবেশন শেষ করে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আজাদের নেতৃত্বে এই র্যালিতে প্রায় ২৫/ ৩০ হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র , দলীয় পতাকা ও ফেষ্টুন নিয়ে নেতা-কর্মীরা অংশ নেয়। পরে র্যালি শেষে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোঃ মাঈনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ঘাটাইলের পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এ সময় লুৎফর রহমান খান আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও উন্নত দেশ হিসাবে গড়ার জন্য। সাধারণ মানুষ যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে । আগামী ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বানচালের জন্য গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
