|
কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে ফেসবুক লাইভে জলবায়ু-সমুদ্র সুরক্ষার বার্তা সারজিসের
নতুন সময় প্রতিনিধি
|
![]() কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে ফেসবুক লাইভে জলবায়ু-সমুদ্র সুরক্ষার বার্তা সারজিসের লাইভে সারজিস বলেন, “এনসিপি ২৪ দফার ইশতেহার দিয়েছে। এর ২১ নম্বর দফায় বলা হয়েছে জলবায়ু সহিষ্ণুতা এবং নদী ও সমুদ্র রক্ষার কথা। আমাদের বিশাল সম্ভাবনার জায়গা হলো এই সমুদ্র। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—কীভাবে আমরা আমাদের বায়োডাইভারসিটি এবং উপকূলীয় জনগণের জীবনধারা রক্ষা করব।” তিনি আরও বলেন, “সমুদ্র থেকে খনিজ সম্পদ আহরণ, টেকসই উন্নয়ন এবং দুর্যোগ পূর্বাভাস যেন সময়মতো পাওয়া যায়—এই বিষয়গুলোতে সরকারের বড় দায়িত্ব রয়েছে। আগে থেকেই প্রস্তুতি নিতে পারলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।” কক্সবাজারে অপরিকল্পিত নির্মাণ ও ভূমি দখলের প্রসঙ্গ টেনে সারজিস অভিযোগ করেন, “এখানে যেখানে-সেখানে ভবন তোলা হচ্ছে, জমি দখল করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে সৈকতের জমি লিজ নেওয়া হচ্ছে, এমনকি প্রাচীর তোলা হচ্ছে। এসব রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।” ভিডিওবার্তায় তিনি পরিবেশ ও জলবায়ুবিষয়ক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। এদিকে, এনসিপির রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে ৫ আগস্ট কক্সবাজার সফরে যাওয়ায় সারজিস আলমসহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। 'জুলাই গণ-অভ্যুত্থানের' বর্ষপূর্তির দিন এই সফর কেন করা হলো, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
